সুমি চক্রবর্তীর আগের লেখাঃ পুজো প্যাকেজ, কেয়ার অফ চাঁদমামা
হোম ওয়ার্ক
সুমি চক্রবর্তী
আমি কোন পড়া যে ধরি, কোন পড়া যে ছাড়ি,
তোমায় সামনে পেলেই ভুলেই যে যাই
আমি সবে নার্সারি।।
এখন বরং ঘুমিয়ে পড়ি । হ্যাঁ হ্যাঁ , ঘুমিয়ে পড়ি ।
পালিয়ে বাঁচার রাস্তা ধরি।
সেই ঘুমেতে ডুবতে গিয়ে চমকে গিয়ে দেখি
আন্টি সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একী!
গোল গোল চশমা পরেই লিখতে দেবে
ওয়ান – টু- থিরি।
তুমি সামনে এলেই, কোথায় পালাই
হারিয়ে ফেলি সিঁড়ি ।।
এবার বরং লুকিয়ে পড়ি। হুঁ হুঁ, লুকিয়ে পড়ি।
পালিয়ে বাঁচার রাস্তা ধরি।
হয়ত তুমি লজেন্স গোনার অঙ্ক কষতে দিতে।
ভেস্তে গেল ম্যাডাম ওগো, লজেন্স নেব ফ্রিতে।
আমাদের লোভ দেখিয়ে পারবে না আর
হোম ওয়ার্ক নিতে।
তুমি সামনে এলেই ছুট্টে পালাই
মনকে আরাম দিতে।।
আমি কোন পড়া যে ধরি, কোন পড়া যে ছাড়ি।
তোমায় সামনে পেলেই ভুলেই যে যাই
আমি সবে নার্সারি।।