অক্ষর চরিত্র
রেবন্ত গোস্বামী
এই যে যত বইখাতাতে অক্ষরেরা বন্দি হয়ে থাকে,
তারা সবাই মিটমিটিয়ে চায় তোমাদের পড়াশোনার ফাঁকে।
রেখার টান আর কালির ছাপা, এছাড়া কি আর কিছু নয় তারা
তবে কেন পড়তে গেলে মনটাকে দেয় অমন করে নাড়া?
হরফগুলোর দিকে চেয়ে দেখেছ কি কেমন তারা হাসে?
কেমন তারা চুপটি করে দাঁড়িয়ে পড়ে আরেকজনের পাশে!
কেউ বা সরল, দুষ্টু বা কেউ, কেউ বা যেন জ্বলছে সদাই রাগে
কাঠখোট্টা আলসে বা কেউ, কাউকে যেন লাজুক লাজুক লাগে।
রাশভারী কেউ চুপচাপ রয়, কেউ বা পুঁচকে, কেউ বা বিরাট ধাড়ি
কারও কারও ভাব আছে খুব, কেউ বা শুরু করছে মারামারি।
বইটা খুলে একটু দূরে চুপটি করে চাও শুধু আড় পেতে,
দেখবে তারা কেমন করে ফিসফিসানি গল্পেতে যায় মেতে।
সামনে এলেই টের পেয়ে যায়, অমনি সবাই চুপ করে যায় তারা
তখন যতই নাড়ো-চাড়ো হরফগুলো আর দেবে না সাড়া।