আলিপুর ইশকুল
সবিতা বিশ্বাস
কলকাতা শহরের মাঝে এক ইশকুল,
আলিপুর ‘চিড়াখানা’ নামে তার নেই ভুল।
বাঘ হাতি গণ্ডার একসাথে থাকে তারা,
গ্রিল ঘেরা বড়ো বাড়ি দেখে এসো যাবে যারা।
ছড়ি হাতে মাস্টার বসে আছে পাহারায়,
শুঁড় তুলে নমো করে হাতিগুলো ইশারায়।
হরিণের ছোটো ছানা জুলজুল চোখে চায়,
চোখ ঢাকা চশমাতে বাঁদরেরা দোল খায়।
টিকটিকি গিরগিটি কাকাতুয়া ভল্লুক,
জেব্রা জিরাফ উট খচ্চর উল্লুক,
জলহাতি পেলিক্যান সব্বাই একসাথে,
মন আছে বন নেই পড়া তবু দিনে রাতে।
বনসাই প্রাণী ওরা মনে তাই নেই সুখ,
সিংহের মুখখানি হয়ে গেছে এতটুক।
ভালো নেই ওরা জেনো জোকারের সজ্জায়,
জঙ্গল মিশে আছে সকলের মজ্জায়।
বাঃ খুব সুন্দর ছড়া। খুব ছোটদের এই ছড়াটি খুব ভালো লাগবে। আমারও ভালো লেগেছে।
LikeLike
ছড়াটি পড়ে ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম। আন্তরিক ধন্যবাদ জানাই।
LikeLike
আমার লেখা ছড়াটির সঙ্গে অলংকরণ আমাকে মুগ্ধ করেছে। আন্তরিক ধন্যবাদ জানাই শিল্পীকে।
LikeLike