এই লেখকের আগের ছড়াঃ ফোটাই মনের ফুল, কইব কথা পড়ে, ঘোড়ার জবাব , গান, রং
ওলটপালট
গদাধর সরকার
আকাশে উড়ছে
গাটি,
আলোতে হাসছে
পাটি!
টুপুদি আঁকছে
ওড়া,
বাতাসে দুলছে
ঘোড়া!
পুকুরে ভাসছে
ঘুড়ি,
হাঁসেরা নাড়ছে
কুঁড়ি!
পাহাড়ে ছুটছে
পানা,
মেঘেরা শিখছে
ডানা!
ঠাকুমা বুনছে
বাড়ি,
আমাকে ডাকছে
শাড়ি!