কেমন মানুষ
শৈলেনকুমার দত্ত
দরজা কাটে উই
কোথায় তবে থুই?
মেঝেতে সব শুই
কাটছি ছড়া মুই।
মাছ এনেছ রুই
ঘণ্ট হবে পুঁই।
এত নরম ভুঁই
ফুল ফুটেছে যুঁই।
কী করে সব ধুই
একটু তবে নুই।
বয়েস তিরিশ ছুঁই
এখনও গাঁইগুঁই?
ভাগের বেলায় দুই
কেমন মানুষ তুই!
শৈলেনকুমার দত্ত
দরজা কাটে উই
কোথায় তবে থুই?
মেঝেতে সব শুই
কাটছি ছড়া মুই।
মাছ এনেছ রুই
ঘণ্ট হবে পুঁই।
এত নরম ভুঁই
ফুল ফুটেছে যুঁই।
কী করে সব ধুই
একটু তবে নুই।
বয়েস তিরিশ ছুঁই
এখনও গাঁইগুঁই?
ভাগের বেলায় দুই
কেমন মানুষ তুই!