জয়ঢাক ঘাটশিলা সাহিত্য ট্রেক ২০২০-র তৃতীয় সেরা ছড়া
ঝুপঝুপে কুয়াশায় ছুকছুক করে,
থেমে থেমে এঁকেবেঁকে টয়ট্রেন ঘোরে।
পশমিনা, হাতমোজা, টুপি, সোয়েটার
রঙিন ছাতায় মোড়া ম্যালের বাজার।
ঘুম ঘুম বাতাসিয়া রোদে ঝিলমিল,
সোনালি আবির মাখে টাইগার হিল।
সবুজ গালিচা যেন চা-বাগানগুলো,
লাঠি হাতে পার করে পাহাড়িয়া বুড়ো।
ছোটোবেলা জুড়ে আছে এইসব দিন,
উড়ো মেঘ, হিম রাত আর দার্জিলিং।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে