ছড়ার পাতা-ধন্য আমি-বদ্রীনাথ পাল-শরৎ ২০২০

ধন্য আমি

বদ্রীনাথ পাল

শিউলি ভাবে, ‘মা আসছেন-
পড়বো পায়ে তার,
জীবন আমার ধন্য হবে-
সেই তো অহংকার’।
শিশির কণা ভাবছে বসে-
‘রাখবো পেতে বুক,
পরশ পাবো মায়ের আমি-
সেই তো ভারি সুখ !’
কাশ ভাবছে, ‘আসুক না মা-
করবো আলো পথ,
যে পথ দিয়ে আসবে ছুটে-
মায়ের বিজয় রথ।’
পুজোর বেদী, ভাবছে সে ও-
‘যতই তোরা বল,
আমিই হব ধন্য, পেয়ে-
মায়ের চরণ তল’।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s