শেখর রায়ের আগের ছড়া- কোথায় গেল বংশীবদন, ব্যাঙাবেঙির কথা, চিচিং ফাঁক, গন্ধে আসে, বাইশে শ্রাবণ, গ্রীষ্মের ছড়া, মানবদেহ, ফাল্গুনের ছড়া,
নদী ফুল ও মন পাখি
শেখর রায়
নদী ছুটল
ফুল ফুটল
মন পাখিটা কোথা থেকে
সঙ্গে এসে জুটল
ফুল বলে নদী তোর লোটকম্বল কই
নদী বলে নিঃস্ব আমি নিঃস্ব হয়ে রই
তোর যেমন ঝরার বেলা
শুকিয়ে গেলে আমার দশা ওই
বাতাস বইলে ফুলের গন্ধ চারদিকেতে ছোটে
নদী বলে যাচ্ছি ভাই সাগর আমায় ডাকে
মন-পাখিটা কোথায় যায়?
একা একাই বুকের মধ্যে থাকে