বন্ধু
স্বাতী মুখার্জি
মনের ঘরে আঁধার যখন
জীবন জুড়ে ঝড়,
দৃঢ় পায়ে এগিয়ে বলে
আমার হাতটা ধর।
একলা হৃদয় খোঁজে যখন
নরম হাতের ছোঁয়া,
শূন্য দ্বারে দাঁড়ায় এসে
যেন শীতল হাওয়া।
নানা স্বাদের, নানা মতের
নিত্য নানান সুর,
একটি তারে বাঁধা তবু
ঠিকানা হৃদয়পুর।
কারুর মতে আবেগ দিয়ে
সব করা যায় জয়,
কেউ বা বলে সত্তা রেখো
সম্মানহানি নয়।
অল্পেতে কেউ করে অভিমান
মুখ ঢাকা দেয় ঘরে,
কারুর মন নড়বড়ে হয়
কেউ যদি যায় সরে।
আকাশ জুড়ে রামধনুতে
সাতটি রঙের সাজ,
জীবন খাতার সাদা পাতায়
রঙ ভরা তার কাজ।
কেউ বা ভরে হালকা রঙে
উজ্জ্বলতা কেউ,
ছন্দে, রাগে, অনুরাগে
মরা গাঙে ঢেউ।