প্রিন্স মাহমুদের আগের কবিতাঃ ও চাঁদ , জোনাকি, মনের কথা , টাকমাথা লোকটা, আমরা শিশু ফুলের কলি, অলস ঘোড়া
ভাল্লাগে না হোমওয়ার্ক
প্রিন্স মাহমুদ হাসান
পড়ার টেবিল জুড়ে যখন বইয়ের পাহাড় বাড়ছে
মনটা তখন খেলার মাঠে খেলতে যেন টানছে।
হোমওয়ার্কে মন বসে না, ডাকছে পাহাড় নদী
চাঁদ যেখানে ছড়ায় আলো, ডাকছে নিরবধি।
মেঘ হারিয়ে উড়ছে মনে একটি সাদা ঘুড়ি,
নালিশ জানায় কার কাছে মেঘ, কোথায় চাঁদের বুড়ি?
শালিক পাখি ব্যস্ত যখন ঘাসে ফড়িং ধরতে
তখন কি আর ভালো লাগে বইয়ের পাতা পড়তে?
খাতায় আঁকি নদীর ছবি, একটি ছেলে দাঁড়িয়ে,
চোখ চলে তার একের পর এক ঢেউয়ের বাধা তাড়িয়ে।
কেমন হত সেই ছেলেটি হতাম যদি আমি
ডাকত না কেউ পিছন থেকে আমার হতাম আমি।
কেমন হত হতাম যদি নাহয় নদীর ঢেউটা,
হোমওয়ার্কটা থাকত পড়ে চাইতো না আর কেউ তা।