রঙিন আলো জ্বালল কুঁড়ি
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
রঙিন আলো জ্বালল কুঁড়ি
পাতার কোলে কোলে,
খোঁজ নিতে তার মৌমাছিরা
আসল দলে দলে।
ফুটবি কবে? গন্ধ হবে?
মিষ্টি হবে মধু?
প্রশ্ন করে শ্রমিক মাছি
দেখলে হবে শুধু?
বলল কুঁড়ি সমস্বরে
আমরা তোদের সই
খাবার পেয়ে মেলাস পরাগ
তাই তো গাছে রই।
মিললে পরাগ বীজের থেকে
হাজার চারাগাছে
পৃথিবীকে ঠাণ্ডা রাখার
মন্ত্র যেন নাচে।
যা ডেকে আন বন্ধু আরও
পিঁপড়ে, প্রজাপতি
সবাই মিলে বাঁচায় মজা
নইলে বেজায় ক্ষতি।
খুব সুন্দর ছড়া। বার্তাবহ, শিক্ষামূলক ছড়া।
LikeLike