অমৃতাভ দে-র আগের ছড়া আকাশ বাড়ি, সহজ পাঠ, রঙিন সুখ
রথ
অমৃতাভ দে

খুশির ছবি যেন
বৃষ্টি দিনে মন খারাপের
গল্প করো কেন?
মনকে বলো পালিয়ে চলো
ওই দেখা যায় রথ
ছোট্টবেলায় ফিরতে গিয়েও
হারাও বুঝি পথ?
রথের মেলা মাটির পুতুল
আজও তোমায় ডাকে
পথের ধারের গল্পগুলো
অপেক্ষাতেই থাকে।
পথকে বলি সামলে রেখো
আমার ছোট্টবেলা
মেঘকুয়াশায় আজও দেখি
রঙিন রথের মেলা।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি