এই লেখকের আগের ছড়াঃ পিকনিক, গল্প নয়কো অল্প, গড়িয়ে হাঁটা, অনেক রাতে, রোদের ছানা মুখ বন্ধ
সকরুণ কাহিনি
হীরক সেন
গান আসত গাধার গলায়
অবলীলায়
জঙ্গলে তা বুঝবে কে হায়
অবহেলায় পড়ে ছিল।
তাও এক ভোরের বেলায়
মনের কোনায়
হঠাৎ লাগা আলোর খেলায়
রাগ বিলাবল ধরেছিল।
সেই গান দূরে ভেসে যায়
শুনল সবায়
অনেক দূরের রাজার সভায়
রাজারই মন কেড়েছিল।
লোক পাঠিয়ে ডেকে গাধায়
সিংহরাজায়
সাবাড় করে একটি থাবায়
ভোজন তাহার সেরেছিল।