সেরা চড়া
সন্দীপ মণ্ডল
ভোরের বেলায় খুব কুয়াশায় পুকুরপাড়ে দেখি,
খেজুরগাছে দাঁড়িয়ে নিচে ভূতের মতো এ কী!
লাল-নীল এক পোশাক পরা এদিক ওদিক চায়,
মজার কিছু দেখব বলে দাঁড়িয়ে থাকি ঠায়।
খানিক পরে ত্বরিত করে গাছের মাথায় ওঠে,
খেজুর রসে আঙুল ঘষে, লাগায় জিভে ঠোঁটে।
আমার পানে দৃষ্টি হানে অবশ আমি ডরে,
জিরেন কাঠের রসের হাঁড়ি দিল সাবাড় করে।
শূন্যে দেহ ভাসিয়ে নামে যেন রঙিন ফানুস,
এতক্ষণে চিনতে পারি, ইনিই মাকড়-মানুষ।
স্মৃতির ঝাঁপি খুলে দেখি টিভি, কমিক বই
স্পাইডারম্যান, স্পাইডারম্যান হৃদয়ে হইচই।
হাতটি নেড়ে শুভ সকাল বলি দূরের থেকে,
কাছে আসে, কানে কানে বলে আমায় ডেকে
আকাশচুম্বী চড়ে আমার অনেক রেকর্ড গড়া,
সবার সেরা বাংলাদেশের খেজুরগাছে চড়া।
Awesome
LikeLike
ধন্যবাদ। যতিচিহ্নের আরো প্রয়োগ দরকার।
LikeLike