সেসব নিয়ে
দীপ মুখোপাধ্যায়
হাঁপ ধরে যায় এই শহরে
ভীষণ ধুলো ধোঁয়াতে
কেউ বলল কাশ্মীর যাও
কেউ বলল গোয়াতে।
রাত্রি জাগি চিন্তাতে তাই
কেউ পারেনি শোয়াতে
বাধ্য হলাম তোমায় কাছে
এবার মাথা নোয়াতে।
যখন যাবার ডাক পেয়েছি
চাই না সুযোগ খোয়াতে
মন চলেছে মজিলপুরে
জয়নগরের মোয়াতে!
প্লেট ভরেছে জিবেগজায়
রসালো মালপোয়াতে
চাটতে থাকি আঙুলগুলো
পারল না কেউ ধোয়াতে।
ভাবছি যদি সত্যি হত
হালকা জাদুর ছোঁয়াতে
সেসব নিয়ে পদ্য লিখি
কলম ডোবাই দোয়াতে।
বিষয় ও বৈচিত্রে দীপ মুখোপাধ্যায়ের ছড়া খুব ভালো লাগলো। লেখালেখির শুরু থেকেই ওনার ছড়া পড়ছি।উনি ছড়া প্রেমীদের ও নবীন ছড়াকারদের নিঃসন্দেহে আদর্শ হতে পারেন।
LikeLike