ছড়ার পাতা

ইচ্ছেগানের সুরে

দেবাশিস বসু

chhoradebashish01 (Small)

ঢ্যাম্‌-কুড়া-কুড়্‌ ঢ্যাম্‌-কুড়া-কুড়্‌ কাঁই না-না-না বাজছে

খোকাখুকুর খুশির দুপুর নানান রঙে সাজছে

উলুক সুলুক গাঁয়ের মুলুক দোয়েল সুখে গাইছে

এতোল বেতোল গরম-শেতল চাতক বারি চাইছে

ফটিক জলে নাইছে….

শিউলি ঝরার সময় হল হালকা হাওয়া দিচ্ছে

মনের মধ্যে রংবেরঙের ইচ্ছে…ইচ্ছে…ইচ্ছে…

ভোমরা কেন গোমড়ামুখে,পেরজাপতি বলছে

নীল ঝিলমিল মেঘের খোকা কোথায় যেন চলছে

আকাশজুড়ে গানের সুরে প্রাণের ছবি আঁকছে

দিন ফুরালে চাঁদের বুড়ি মেঘের ভেলায় ডাকছে

খাতায় লিখে রাখছে…

কাশের রাশে সবুজ ঘাসে নতুন খবর নিচ্ছে

উথাল পাথাল চিত্ত চাতাল ইচ্ছে…ইচ্ছে…ইচ্ছে

বইয়ের পড়া থাক তোলা আজ পুজোর ছুটির বন্ধে

মা ডেকে কন লক্ষ্মীসোনা,এবার পড়ায় মন দে

ইলিক ঝিলিক পদ্মপুকুর জল থইথই হাসছে

শুনিয়ে বাণী শরৎরানি সবার কাছে আসছে

আলোর ঝালর ভাসছে…

এমন দিনে ভাব-ভাব-ভাব,নেই তো ঝগড়া বিচ্ছেদ

গানের সুরে হৃদয়পুরে ইচ্ছে…ইচ্ছে…ইচ্ছে

জয়ঢাকের সমস্ত ছড়া একত্র পাবে এই লিংকে