১৬৫০ টি বুলেট।
তার মধ্যে ১৫১৬ টি বুলেট বিঁধেছিল নিরস্ত্র ভারতীয়দের শরীরে।
হত্যাযজ্ঞের শেষে বড়ো খুশি হয়ে ডায়ার নামের দানব তার দিশি সেপাইদের পিঠ চাপড়ে বলেছিল, “দারুণ কাজ হয়েছে ছেলেরা। ভালো শিকার।”
সরকারি ডাক্তার স্মিথ আহতদের চিকিৎসা না করে ফিরিয়ে দিয়েছিল। বলেছিল, “পাগল কুকুর। “
অহিংস ভারতীয়রা অনেক অহিংস প্রতিবাদ করেছিল।
শুধু একটি অনাথ শিশু বড় হয়ে, ২১ বছর বাদে ১৩ মার্চ ১৯৪০ সালে লন্ডনে গিয়ে সেখানকার জনতার সামনে মৃত্যুদণ্ড দেয় ডায়ারকে। তার নাম উধম সিং।