ধান কাটা শেষ।
অ্যানুয়ালের অঙ্ক ভুগোল বাংলা খাতায়
লেখার পালাও শেষ হয়েছে,
রঙ ধরেছে গাছের পাতায় –
হালকা গভীর হলদে নানা।
ওদের সবুজ থাকতে মানা।
হুহুম হাওয়ায় চাদর মিঠে,
রোদ ছুঁয়েছে আমার পিঠে।
চলছে গাড়ি, দিচ্ছে পাড়ি,
সঙ্গে হরেক সঙ্গীসাথী।
শহর ছেড়ে মামার বাড়ি।
আজ আমাদের চড়ুইভাতি।
শীত এলো। সঙ্গে এলো শীতের জয়ঢাক। পিঠেপুলি, ডাণ্ডাগুলি, চড়ুইভাতি আর জয়ঢাক। এই নিয়ে সুখে শীত যাক। ভালো থেকো সবাই। তোমাদের জয়ঢাকি দাদাদিদিরা