প্রথম ধাঁধা
“যত ডাকি আয় আয়
ওখানেই থেকে যায়
বামেরে দখিন করে
বোবাকালা। প্রতি ঘরে
দুই-তৃতীয়াংশ তো চায়না।”
দ্বিতীয় ধাঁধা
কাপড়ের মিলের শক্তি কেড়ে নিয়ে তাতে হাকিনির মুণ্ডু স্থাপন করলে কোন জন্তু গর্জন করে?
তৃতীয় ধাঁধা
ভেঙে আধাআধি ভেঙে পুরোনো সিনেমার ছাদে বসিয়ে পাতুরি খাও।
চতুর্থ ধাঁধা
তুমিই নিরাঁশ মৎস্যাবতার
সবজি, রুটির চামড়া দিয়ে ছাওয়া
তুমিই আমার দিনের শেষে
ক্লান্ত পায়ে যেথায় ফিরে যাওয়া
পঞ্চম ধাঁধা
একটামাত্র কাঠি সরিয়ে গাধাটার মুখ ঘুরিয়ে দেখাও
ষষ্ঠ ধাঁধা
এইবারের ধাঁধাটা যারা বাইবেল জানে তাদের পক্ষে বেজায় সোজা। বিভিন্ন ঘটোনাগুলোকে পরপর ধরে ধরে গেলেই শুরু (জেনেসিস) থেকে শেষ (রেভেলেশান)-এ পৌঁছোবে।
সপ্তম ধাঁধা
অষ্টম ধাঁধাঃ কীসের ছবিঃ
জয়ঢাকের সব ধাঁধা মজা রহস্য একত্রে