লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
একজন খুদে ছবি আঁকবে । সে ছবি নিয়ে গল্প গড়বে একজন বড় আর একজন খুদে। খুদে শিল্পীঃ আয়ুষ্মান। তার ছবি থেকে গল্প বানাল এক খুদে আর তার বাবা
পেঙ্গুইন
আভিরাজ দেবনাথ (প্রথম শ্রেণী)
অনেকদিন আগের কথা। কয়েকজন সাহসী লোক ঠিক করলো নৌকোয় চেপে সমুদ্রের ওপাশে কী আছে দেখবে। একটা বড় নৌকোয় অনেক খাবার, জল আর জামাকাপড় নিয়ে তাঁরা বেড়িয়ে পড়লো। তাঁরা শুনেছিল নীল জলের শেষে নাকি আগুণমুখো ড্রাগন থাকে। তাঁদের গ্রামের কেউ ড্রাগন দেখেনি। তাই তাঁরা ড্রাগন ধরে নিয়ে আসার জন্য একটা জাল নিয়েছিল। নৌকা চালিয়ে তাঁরা গিয়ে পৌঁছল এমন একটি জায়গায় যেখানে শুধু সাদা বরফ আর বরফ। তাঁরা বরফ-ডাঙায় নেমে দেখে অনেক ড্রাগন ঘুরে বেড়াচ্ছে। ওঁরা অনেক চেষ্টা করেও একটা ড্রাগন ধরতে পারল না। ড্রাগনগুলো সব উড়ে পালিয়ে যাচ্ছিল। আসলে ওগুলো ড্রাগন ছিল না। ছিল পেঙ্গুইন পাখি। ওঁরা সেটা জানত না।
আস্তানা
অরিন্দম দেবনাথ
বরফের দেশে সাদা ভালুক, পেঙ্গুইন, সীল মাছ আর সিন্ধুঘোটক মিলেমিশেই থাকে। তবে মাঝে মাঝে ভালুকগুলো সীল মাছ মেরে কপকপ করে খেয়ে নেয়। কিছুদিন হল কী যে হচ্ছে, বিশাল বড় বরফের দেশটা ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে। সবাই পাশাপাশি আর থাকাই যাচ্ছে না! ভালুকগুলো আগে একটু দূরে দূরে থাকত। এখন রোদ পোয়ানোর জায়গা কমে যাওয়ায় একদম প্রায় ঘাড়ের ওপর এসে শুয়ে থাকে। আর ক্ষিদে পেলেই হাতের কাছে যাকে পায় তাকেই মেরে ফেলে। পেঙ্গুইনদেরও বাদ দেয় না। তাই নিরাপদ আস্তানার খোঁজে চলে একাকি পেঙ্গুইন।