ব্রেকিং নিউজ
দীপ মুখোপাধ্যায়
পেটরোগা ভাই দুঃশাসনের টিফিন বেলের পানা
দুর্যোধনের মাথায় ঠাসা ফন্দিফিকির নানা
কর্ণকে তাই সঙ্গী করে মল্লখেলা শিখে।
ভেবেছিলেন কেল্লাফতে হবেই অলিম্পিকে।
ভীমব্যাটাকে পটকে দিয়ে পদক নেবেন ম্যাচে
কুরুক্ষেত্রে সক্কলে তাই অধীর হয়ে গ্যাছে।
কর্ণ তবু তীরধনুকে মেডেল পাবেন এবার।
টেক্কা দেবেন অর্জুনকেও লাক যদি হয় ফেবার।
দুঃশলা আজ মন দিয়েছেন কঠিন প্রদুনোভায়
দ্রৌপদীকে সঁতার শেখান কৃষ্ণ পচা ডোবায়
ভীষ্ম দ্রোণাচার্য মিলে মাখান তাঁকে তেল
পাশায় যদি জিততে পারেন শকুনি আঙ্কেল।
দ্রুপদরাজাও কমতি কীসে পান্ডুবাবুর বেয়াই
রাজসভাতে শোনেন না আর ডুগডুগিতে তেহাই
বলেন তিনি, কোচ হয়ে আজ পান থেকে চূণ খসাই
আন্ধারে গান্ধারী এবং ধৃতরাষ্ট্র মশাই।
সব খেলোয়াড় গুদামজাত যেন মাছের আড়ত
বেদব্যাসের বদভ্যাসের ফসল মহাভারত
তথ্য পাবে অনেক রকম হয়ো না কনফিউজ
পরের ছড়ায় ফের জানাব এমন ব্রেকিংনিউজ।
গ্রাফিক্স্ঃ ইন্দ্রশেখর