বোম ফেলেছে জাপানি
দোয়েল বন্দ্যোপাধ্যায়
পর্ব ৫
আগের পর্বে যে মাথার ঘাম পায়ে ফেলে এক, দুই, তিন, চার শেখালুম, সেসব নিশ্চয়ই মনে আছে তোমাদের? আচ্ছা একটা পরীক্ষা নেওয়া যাক। বলোতো আমি ক্লাসে প্রথম হয়েছি, এই বাক্যে ‘প্রথম’ এর জায়গায় কোন জাপানি শব্দ বসবে? কী? কী বললে? ইচি? হয়নি, হয়নি ফেল!হ্যাঁ, হ্যাঁ ইচি মানে যে এক সেটা আমি শিখিয়েছিলুম। কিন্তু শেষে এটাও বলেছিলুম যে এক আর প্রথম, বাংলায় যেমন আলাদা জাপানিতেও তাই। হুঁ,হুঁ বাবা, জাপানিরা ভারি সেয়ানা। তাই আর বেশি দেরি না করে ওগুলোও সোনামুখ করে শিখে নাও দেখি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র ক্ষেত্রে বলবে দাই-ইচি (1st), দাই-নি(2nd) এবং দাই-সান (3rd)। এইভাবে চার, পাঁচ, ছয়ের আগেও দাই কথাটা বসবে। এবার আসি অন্য কথায়। আজ মাসের পয়লা তারিখ, একথা তো তোমরা আকছার শোনও বড়দের কাছ থেকে, তাই না? তা সেকথা আবার জাপানিতে বলতে গিয়ে জ্যাঠামি করে দাই-ইচি বলে বসোনা খবরদার। ঠিক ধরেছো। এক্ষেত্রেও নিয়ম-কানুন এক্কেবারে আলাদা। মাসের এক থেকে একত্রিশ পর্যন্ত জাপানি শব্দগুলো তাড়াতাড়ি শিখে নাও দেখি এবারে।
1st – সুইতাচি | 2nd – ফুত্সুকা | 3rd – মিক্কা |
4th – ইয়োক্কা | 5th – ইতসুকা | 6th – মুইকা |
7th – নানোকা | 8 th – ইয়োওকা | 9 th – কোকোনোকা |
10 th – তোওকা | 11 th – জুউ-ইচি-নিচি | 12 th – জুউ-নি-নিচি |
13 th – জুউ-সান-নিচি | 14 th -জুউ ইয়োক্কা | 15 th -জুউ-গো-নিচি |
16 th – জুউ-রোকু-নিচি | 17 th -জুউ-নানা-নিচি | 18 th -জুউ-হাচি-নিচি |
19 th -জুউ-কু-নিচি | 20 th – হাতসুকা | 21st নি- জুউ-ইচি-নিচি |
22nd নি-জুউ-নি-নিচি | 23rd নি-জুউ-সান-নিচি | 24th নি-জুউ-ইয়োক্কা |
25 th নি-জুউ-গো-নিচি | 26 th – নি-জুউ-রোকু-নিচি | 27 th নি-জুউ-নানা-নিচি |
28 th নি-জুউ-নানা-নিচি | 29 th নি-জুউ-কু-নিচি | 30 th সান-জুউ-নিচি |
31st সান-জুউ-ইচি-নিচি |
এবারে আর ভুল হবে না আশা করি? এর পরের পর্বে আমরা শিখবো জাপানি ভাষায় সাত দিনের নাম আর বিভিন্ন জিনিস কিভাবে গুনতে হয় তার মন্তর! তৈরি থেকো কিন্তু। এখন আসি, সায়োনারা।