এ’বছর জয়ঢাকের আঠারোয় পা। ২০০১ সালের মে মাসে শুরু হয়েছিল প্রস্তুতি। প্রথম সংখ্যা বের হয় বর্ষশেষে কলকাতা বইমেলাতে। কাগজে ছাপা ৩২ পাতার ছোট্ট পত্রিকা। আজ আঠারো বছর পরে এসে ৬৪টি দেশের সংখ্যাপ্রতি একুশ হাজারেরও বেশি ইউনিক বাঙালি পাঠকের স্নেহধন্য জয়ঢাক যুবক হল। এ’বছর মে থেকে শুরু করে ২০১৯ এর বইমেলা তক তাই আমরা তার যৌবনের যৌবরাজ্যে অভিষেকের উৎসব পালন করব। শুরু হল তার প্রথম সংখ্যাকে ওয়েব আনা দিয়ে। আজ, ১৩ মে তারিখ থেকে এক সপ্তাহ জয়ঢাকের নিয়মিত সংখ্যার বদলে তাই ল্যাণ্ডিং পেজ এ থাকবে সেই প্রথম সংখ্যাটি। মেনুবারের সূচিপত্র থেকে যথারীতি নিয়মিত সংখ্যাটি দেখতে পাবেন। চলুন আনন্দ করা যাক।
মলাটে ক্লিক করে সূচিপত্রে যাও