লিখিবখেলিব আঁকিব সুখে-পুজো আসছে-শরণ্যা ঘোষ

আমাদের শরণ্যার লেখাটি দফতরে যখন পৌঁছোল এসে তখন পুজোর জয়ঢাক বেরিয়ে গেছে। তবু, পুজো আসছে কথাটা সারা বছরই তো ঠিক। সত্যিই তো আসছে পুজো। আবার—বার বার। ক’দিন পরে যেই বসন্ত আসবে অমনিই তো মা দুর্গা ফের আসবেন বাসন্তী সাজে সেজে। তাই—-

likh01

ঢ্যাং কুড়াকুড়, ঢ্যাং কুড়াকুড়   মর্ত্যে তখন কাশফুলেরা 
বাজছে ওই ঢাক   করছে হাসাহাসি
সরস্বতী, লক্ষ্মী, গণেশ   পদ্মেরা সব গন্ধ ছড়ায় 
করছে হাঁকপাঁক   শিউলি রাশি রাশি
কার্তিকের সাজই নেই   বর্ম গায়ে খড়গ হাতে 
তির ছুঁড়ে খালাস   অসুর এসেছে
দেবাদিদেব তাড়া দিয়ে যান   মা দুর্গা আসবেন তাই 
বাহনেরা করে বিলাস   টগর সেজেছে
মা দুর্গার কাজ যে কত   সাদা মেঘের ভেলা ভেসে যায়
বলতে নাহি পারি   শারদ আনন্দে
গোছান দ্রুত ব্যাগ সুটকেস   দেবী হাসেন মর্ত্যে নামেন
গোছা গোছা শাড়ি   সুনীল সানন্দে