আমার শীত
দ্বৈতা গোস্বামী (যখন সে খুদে ছিল)

হাড় কনকন
শিরশির দাঁত
নানা অজুহাত
স্যাঁতসেঁতে ঘর
গায়ে আসে জ্বর
ঘুম থেকে উঠি
ইস্কুল ছুটি
দিয়ে লেপমুড়ি
ফের শুয়ে পড়ি
বাবা দেয় ডাক
পেটাও না ঢাক
বাজে আটটা
মারো গাঁট্টা
মা বলে ওঠে
বাবা গেছে চটে
করে মুখ হাঁড়ি
বিছানাটা ছাড়ি
দাঁত মেজে দেখি
ন’টা বাজে একী
বই খুলে বসি
এলো নাকি শশী
আছে ফুটবল
তাড়াতাড়ি চল
করিসনি স্নান
হায় ভগবান