ভূতের ভয়
ক্ষিতিকা বিশ্বাস। সপ্তম শ্রেণী
তোমরা কি কেউ জানো
ভূতেরাও ভয় পায়?
কেউ যদি জানো তবে
খুব যে ভালো হয়।
যদি না জানো,
তাহলে বলি শোনো
আর এখন সবাই
চারবার রাম গোনো।
একদিন মাঝরাতে,

অন্ধকার এক ছাতে
দেখা নেই তো কারও!
পাশের নিমগাছ থেকে
লাফাল ছোটো ভূতটা,
গায়ে লাল জামা আর
মাথায় কালো ঘোমটা।
টিপে টিপে দুই পা
বেয়ে সে সিঁড়ি নামল,
টিভির আওয়াজ পেয়ে
চমকে গিয়ে থামল!
দেখে যে ঘরে বসে
আছে একটা মেয়ে,
টিভি দেখছে সে
মন দিয়ে চোখ চেয়ে।
কী করে দেখাবে ভয়
গালে হাত ভূত ভাবে,
মেয়েটার ঠিক সামনে
লাফিয়ে কীভাবে যাবে?
হঠাৎ ভূতটা দিল লাফ
ছোটো মেয়েটার সামনে,
কিন্তু পেল না বুঝে সে
ভয় দেখাবে কেমনে?
মেয়েটি যেই মাত্র
জ্বালল দেশলাইকাঠি,
ভূত বেচারা পেল ভয়
মতলব হল মাটি।
ছোট্ট মেয়ের সুন্দর রচনা, সুন্দর কল্পনা, সুন্দর বর্ণনা। সামান্য একটা ত্রুটি সম্ভবতঃ অজ্ঞানতার কারণে ঘটেছে। উপেক্ষণীয়। ভূতেরা নয়, পেত্নীরা ঘোমটা দেয়।
LikeLike