ময়ূর ও নুড়ি পাথর
স্বয়মজ্যোতি সাউ
থুত্থুড়ে বুড়ি হলকি। চলেছে পথ ধরে। সে দেখল, পথে কয়েকটা নুড়ি পাথর পড়ে আছে। সে সেগুলোতে যেই না পা দিয়েছে, সঙ্গে সঙ্গে সে ময়ূর হয়ে গেল। আর সে ভাবল, ওহ্, সারাজীবনের জন্য ময়ূর হয়ে গেলাম।
কিন্তু না। আবার সে যেই পাথরে পা দিল, সঙ্গে সঙ্গে সে মানুষ হয়ে গেল।
ও, তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি। সেই রাজ্য এক অত্যাচারী রাজার হাতে ছিল। সেই রাজা প্রজাদের দুঃখকষ্ট দেখত না। সে সবাইকে বিরক্ত থেকে বিরক্ত করে তুলেছিল।
বুড়ি হলকি ঠিক করল যে এই পাথর দিয়ে রাজাকে শিক্ষা দেবে।
পরদিন সকালে সে রাজদরবারে গেল। সে বলল, “রাজামশাইয়ের জয় হোক!”
রাজা বলল, “কী রে বুড়ি, কোন সাহসে এখানে এলি?”
বুড়ি বলল, “মহারাজ, আমি আপনাকে একটি জিনিস দিতে চাই।”
“মাথা খেয়ে নিল একেবারে!” এই বলে রাজা সিংহাসন থেকে নেমে এল।
বুড়ি রাস্তায় সেই পাথরগুলো ফেলে রেখেছিল। ব্যস! রাজা গেল ময়ূর হয়ে।
বুড়ি বলল, “যদি আর কোনোদিন অত্যাচার করেছ, তাহলে সারাজীবন ময়ূর হয়ে থাকতে হবে।”
রাজা বলল, “ক্ষমা চাইছি, ছেড়ে দাও।”
বুড়ি বলল, “আচ্ছা।”
তারপর থেকে রাজা আর কোনও অত্যাচার করত না। সবাই সুখে থাকতে শুরু করল। রাজ্যে বুড়ি হলকির জয়জয়কার পড়ে গেল। কী আনন্দ!
ছবি: তিতিল
সুন্দর শিক্ষাদান
LikeLike