শরণ্যা (তিতিরপাখি)বয়েস : ৬+ ক্লাস : টু মুম্বই
শরণ্যার ছবিগুলো অদ্ভুতুরে গল্প শোনায়।
গাছে গাছে বেজায় ঘুঁষোঘুষি। পাতা ঝরে ছত্রখান। শুনেছ কখনো এমন গল্প কেউ?
কিংবা ধরো গভীর সমুদ্রের নীচে আট পা-ওলা অক্টোপাশের পিকনিক যাবার গল্প?
কেউ জানে না। শরণ্যা জানে।