সূর্যমজা
নির্জা
একদিন দিদিরা সবাই ঘুমোচ্ছিল রাতবেলায়। ধুম করে একটা আওয়াজ হল। সূর্য উঠল। দিদিরা ভাবল, কী হল! কী হল! সবাই জেগে গেল। বাইরে চলে এল। ওরা বলল, “ওই তো সূর্য উঠেছে। চলো নাচ করতে যাই।”
গাছগুলো টবের মধ্যে ঢুকে ঘুমোত। তারপর মানুষের পায়ের ঠকঠক আওয়াজ পেল। ভাবল, এই তো সকাল হল। উঠে পড়ল। গাছ দিদিদেরকে বলল, “গুড মর্নিং!” তারপর একটা হাই তুলল। তখন মৌমাছিরা, প্রজাপতিরা ফুলের কাছে এসে বলল, “মধু দে না। মধু দে না।”
হাওয়া এসে ফুলকে বলল, “ফুল, গন্ধ দে না।”
ক্যাটারপিলার এসে বলল, “আমায় পাতায় বসতে দাও।”
সবাই এরকম মজা করছে বলে সূর্য হাসছে।
(ছবি: নির্জা। তার মা জানিয়েছেন ফুলের ভেতর ঐ লালনীলগুলো নির্জা আসলে মধু এঁকেছে। তোমাদের জানিয়ে দিলাম।আমাদের আর এক খুদে নির্জার ছবিতে রঙ ভরেছে। সেইটেও এইখানে দিয়ে দিলাম)