লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
নদীর ধারের গল্প
ছবিঃ রাহি । ছবির সঙ্গে লেখা অর্কজ্যোতি।
নদীর ধারে বাড়িতে একটা লোকের একটি ছেলে, মেয়ে হল। সূর্য যখন আকাশে ছিল তখন ছেলেমেয়েদুটো মাঠের মধ্যে ঘুড়ি ওড়াচ্ছিল। নদীর ধারে একটা হাঁস বসেছিল। একটাবড়ো ভয়ানক কাক আকাশ থেকে শোঁ করে মাঠের দিকে আসছিল।
মেয়েটাতো খুব চালাক, তাই মেয়েটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। ছেলেটা তো মন দিয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। কাকটা এসে ধারালো নখ দিয়ে ধরে ছেলেটাকে নিয়ে উড়ল। মাথাটা ছেলেটার শক্ত ছিল বলে কিছুক্ষণ বাদে ছেলেটাকে কাকটা নদীর মাঝে ফেলে দিয়ে উড়ে চলে গেল। ছেলেটার এই অবস্থা দেখে হাঁসটা নদীর থেকে পাখনা দিয়ে জড়িয়ে ছেলেটাকে নদীর ধারে নিয়ে এল।
নদীর ধার থেকে বাড়ি যাওয়া ছেলেটা একটা ব্যাধকে দেখল। ব্যাধটা তির দিয়ে হাঁসটাকে মারতে যাচ্ছিল। তিরধনুকটা মাটিতে রেখে ব্যাধটা নদীতে যেই জল খেতে গেল ছেলেটা সঙ্গে সঙ্গে ব্যাধের ধনুকটা মাটি থেকে নিয়ে ভেঙে ফেলল। এইভাবে ছেলেটা হাঁসটাকে বাঁচাল।