লেখাছবির খেলা দুষ্টু চিতা আর হাতির গল্প-অরুণাক্ষি চ্যাটার্জি শরৎ ২০১৯

লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে

দুষ্টু চিতা আর হাতির গল্প

লেখা অরুণাক্ষি চ্যাটার্জি। ক্লাস ওয়ান। লেখার সঙ্গে ছবিঃ অভিরাজ দেবনাথ। ক্লাস ওয়ান

একটা গ্রামের মেয়ে একদিন পাতকুয়োতলা থেকে জল ভরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় একটা গাছে একটা চিতাবাঘ বসেছিল।সেই চিতাবাঘটা ছিল খুব ভালো। আর একটা চিতাবাঘ বসেছিল আরএকটা গাছে। কিন্তু সে ছিল দুষ্টু চিতা। সে মানুষ খেতে ভালবাসত। দুষ্টু চিতাবাঘটা যেই দেখল একটা মানুষ আসছে জল নিয়ে, তখন সে ভাবল মানুষটাকে খাবে আর তারপর জল খেয়ে ভালো করে পেট ভরাবে। সেই সময় একটা হাতি যাচ্ছিল জঙ্গলের রাস্তা দিয়ে। সে দেখল একটা চিতাবাঘ মানুষ খেতে যাচ্ছে। তখন হাতিটা চিতাবাঘের সামনে এসে দাঁড়ালো আর তাকে খুঁড় দিয়ে পাকিয়ে জঙ্গলের গভীরে ছুঁড়ে ফেলে দিল। দুষ্টু চিতাবাঘটা এসে পড়ল বনের রাজার কাছে। আর বনের রাজা তখন তাকে জিজ্ঞেস করল, কে তোমায় এভাবে ছুঁড়ে ফেলে দিল এখানে?

তখন দুষ্টু চিতাবাঘটা হাতির কথা বলল। পুরো ঘটনাটা শুনে বনের রাজা চিতাবাঘকে নিয়ে এগিয়ে চলল যেখানে হাতিদের ভোজ হয় সেইখানে। সেইখানে ছিল প্রচুর কলাগাছ। আর যে হাতিটা গঁড় দিয়ে পাকিয়ে ছুঁড়ে ফেলেছিল তার নাম ছিল বিশাল হাতি। কারণ ও খুব বিশাল, বিশাল কলাগাছ খেতে ভালবাসত আর সেইজন্য ও বনের অন্য পশুপাখীদের থেকে ছিল বেশি শক্তিশালী। ও একসাথে নয়টা কলাগাছ খেতো একদিনে। তারপর বনের রাজা সেইখানে এসে দেখল বিশাল হাতি ভোজন করে বিশ্রাম নিচ্ছে। তখন বনের রাজা বিশাল হাতিকে জিজ্ঞেস করল, ‘তুমি কেন চিতাবাঘকে ছুঁড়ে ফেলে দিয়েছ? তাতে হাতি জবাব দিলো, যে চিতাটা একটা মানুষ খেতে যাচ্ছিল, আর মানুষদের প্রাণে মারা কি উচিত? তাহলে তো মানুষরা ভাববে, পশুপাখীরা বাজে, আর তারাও আমাদের মারতে আসবে। সব শুনে বনের রাজা বলল ‘ঠিকই তো, চিতা তুমি খুব ভুল করছিলে, তুমি কি চাও যে তুমি বা আমরা মানুষের হাতে মারা যাই? তাতে চিতা বলল, না, কখনই না। বনের রাজা এরপর বিশাল হাতিকে বলল, তুমি খুব ভালো কাজ করেছ চিতাকে আটকে, এরজন্য তুমি একটা ভালো পুরষ্কার পাবে আমার কাছ থেকে, কিন্তু সেই পুরষ্কার তোমায় নিজে গিয়ে নিতে হবে। আমি কিন্তু অতো বড়ো পুরস্কার তোমায় হাতে করে দিতে পারব না। এরপর বনের রাজা বিশাল হাতিকে নিয়ে গেলো আরও ভালো একটা কলাবনে। সেইখানে গিয়ে হাতি অবাক। হাতি বলর, আমি এই কলাবনে রোজ কলা খেতে আসব আজ থেকে। আর চিতাবাঘটাও ভালো হয়ে গেল।

জানতে চাও, চিতাবাঘ কেন ভাল হয়ে গেল? চিতাবাঘটা আসলে আগে ভালই ছিল। কিন্তু বনের অন্য একটা পশু তাকে ভুল বুঝিয়ে, বাজে কথা বলে তাকে বাজে করে দিয়েছিল। আর সেই পশুটা ছিল শজারু।

এরপর বনের রাজা বোঝানোর পর শজারুও ভালো হয়ে গেল আর তারপর সবাই ভালো করে থাকতে লাগল বনে।

লিখিব খেলিব আঁকিব সুখে  সমস্ত লেখা একত্রে

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s