লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
একজন খুদে ছবি আঁকবে । সে ছবি নিয়ে গল্প গড়বে একজন বড় আর একজন খুদে। অংশ নিলঃ ছবিতে শরণ্যা(তিতির), গল্পে দেবজ্যোতি (বড়ো) আর অরিন(খুদে)
মানুষরা নেই। দেবজ্যোতি ভট্টাচার্য (বড়ো)
তিনখানা গাছ
দু’খান পাহাড়
শূন্যখানা লোক
আকাশ থেকে তাকিয়ে থাকে
একটা বিরাট চোখ
মানুষরা সব ঘুরতে গেছে
মঙ্গলে আর চাঁদে
শূন্য বাতাস
মেঘলা আকাশ
একলা একলা কাঁদে
তিলি চাঁদমামা আর স্কাই- অরিন চক্রবর্তী ৩ বছর
ওটা তিলি, ওটা চাঁদমামা, ওটা স্কাই, স্কাইতে মেঘ নেই। তাই গুলুমগালাম হবে না। গ্লে (গ্রে) মেঘ নেই, তাই বিত্তি হবে না, হোয়াইট মেঘও নেই। নিচে ঝিকিম ঝিকিম, আমি, আর মাম্মা আর বাবা গাইগাই(গাড়ি) করে যাব। ঝিকিমঝিকিম টা ব্লাউন( ব্রাউন)। ওখানে থিলি (থ্রি) তিলি( ট্রি) আছে। সব ততায়াঙ্গল তায়াঙ্গল। গোনো গোনো…
সঙ্গে রইল ছাপার যোগ্য স্টোরিকার্ড
লিখিব খেলিব আঁকিব সুখে সমস্ত লেখা একত্রে
পুজোর জয়ঢাকের একটা বিশাল সম্পদ হয়ে রইল এই তিনটি একত্র সৃষ্টি।
LikeLiked by 1 person
অমূল্য সম্পদ!
LikeLike