লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
ভুলো রানির কথা-ছবি শ্রীদাত্রী লেখা পিয়ালী ব্যানার্জি
ঘন জঙ্গলের মাঝে পোড়ো বাড়িটা নাকি রাজবাড়ি ছিল কোনোকালে। কেউ থাকে না শুধু এক বুড়িয়া। ছাড়া। সামনে এক গভীর পাতকুয়ো। ঝুমুর জল নিতে আসে সেখানে রোজ। বুড়িয়াকেও জল তুলে দেয়।
তারা বন্ধু। একজন কুড়ি তো একজন চারকুড়ি। রোজ গল্প হয়। সেকালের গল্প।যুদ্ধের গল্প। কেমন করে বুড়িয়া সোনার রাজকন্যাকে লুকিয়ে গ্রামের কারো কাছে রেখে এসেছিল।
চোখ বড় করে ঝুমুর বলে,”কত বয়েস তার?”
“তোরই মত।”
“তুমি তার জন্যে এখনো বসে আছ?”
“আছিই তো,” বুড়িয়া বলে, “তাকে তার রাজ্য বুঝিয়ে দিয়ে আমার ছুটি।”
“তাকে পেলে চিনবে কেমন করে?”
বুড়ি হাসল, “জঙ্গলের রানি তো সে! তার কোষ্ঠীতে লেখা ছিল, যেখান দিয়ে হেঁটে যাবে, সারা পথ সবুজ হয়ে যাবে। যেদিন সে নিজেকে চিনবে, সেদিন আমার কাছে ঠিক আসবে।”
জল নিয়ে ঝুমুর হেঁটে যায় গ্রামের দিকে। তার হাত থেকে জল ছলকে পড়ে জায়গাটা কী সবুজ হয়ে উঠেছে, সে আনমনে খেয়ালই করে না!
সঙ্গে রইল ছাপার যোগ্য স্টোরিকার্ড
লিখিব খেলিব আঁকিব সুখে সমস্ত লেখা একত্রে
অপূর্ব গল্প ।
LikeLike