লেখাছবির খেলা–সমস্ত স্টোরিকার্ড একসঙ্গে।এইখানে ক্লিক করো। ইচ্ছেসুখে ভাগ করে নাও। ছাপিয়ে বন্ধুদের দাও।
একজন খুদে ছবি আঁকবে । সে ছবি নিয়ে গল্প গড়বে একজন বড় আর একজন খুদে। খুদে শিল্পীঃ অরণ্য মণ্ডল। তার ছবি থেকে গল্প বানাল এক খুদে আর তার বাবা।

খেলা
অভিরাজ দেবনাথ (খুদে)
দুই বন্ধু রবিবার সকালে রাস্তায় ফুটবল খেলছিল। সে রাস্তাটার যা অবস্থা আর বলার নয়। এখানে গর্ত ওখানে গর্ত। একদম আমাদের স্কুলে যাবার রাস্তাটার মতো। এখানে খোঁড়া ওখানে খোঁড়া।সব জায়গায় নাকি রাস্তার তলা দিয়ে জলের পাইপ বসছে। কিন্তু ছেলেদুটোর রাস্তায় খেলা ছাড়া আর উপায় কী।আশেপাশে কোন মাঠ বা পার্কও যে নেই।খেলতে খেলতে একজন এমন জোরে বল মেরেছে যে, সেই বল রাস্তা ছেড়ে পাশের বাড়ির জানালার কাচে লেগে, একদম ঝন্ঝনা্ঝন্। ছেলেগুলো দৌড়ে পালাতে গিয়ে গর্তে পড়ে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও।
খেলা
অরিন্দম দেবনাথ (বড়ো)
রসিক আর রমেন বৃষ্টি থামতেই ছুট লাগিয়েছিল জলকাদা ভরা মাঠে হুল্লোড় করবে বলে।শুকনো দিনের মতোই ওরা মাঠে ছুটেছিল জুতো পরে।পিচরাস্তার পাশেই ঘাসে ভরা মাঠ। তার পাশে হালকা গাছের ঝোপ। একপাল মোষ মাঠে নেমে মনের আনন্দে সদ্য ভেজা ঘাস খাচ্ছে। রমেনের মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি খেলে।সে ঠিক করল একটা মোষের পিঠে উঠে মাঠের মধ্যে ঘুরে বেড়াবে। যেই না মোষের পালের দিকে ছুটতে গেছে ওমনি কাদার মাঝে আটকে গেছে জুতোসুদ্ধু রমেনের পা। রমেনকে কাদা থেকে তুলতে গিয়ে রসিকের পাও গেছে কাদায় গেঁথে। হাসতে হাসতে কাদার থেকে একে অপরকে তোলার জন্য দু’জনই দু’জনের হাত ধরতে চাইছে, কিন্তু পারছে কই!