লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
একজন খুদে ছবি আঁকবে । সে ছবি নিয়ে গল্প গড়বে একজন বড় আর একজন খুদে। খুদে শিল্পীঃ সমৃদ্ধি। তার ছবি থেকে গল্প বানাল এক খুদে আর তার মামা
কাটাকুটি
অনুষ্কা ভট্টাচার্য্য, (খুদে) ক্লাস – ৬
আমার আগের গোলাপী ঘুড়িটা লাল বাড়ির ছেলেটা কেটেছে। অবশ্য ওটা ওদের বাড়ির গাছেই আটকে গেছে। এই নীল ঘুড়িটা দিয়ে ওর সবুজটা কাটতে হবে। তারপর নিচে নেমে ওই রাস্তা দিয়ে বাজারে গিয়ে আরও দুটো ঘুড়ি কিনে আনতে হবে কালকের জন্য। একটা লেজওয়ালা ঘুড়ি নিতে হবে। লাল রঙের ঘুড়ি কিনব এবারে। আর বাজার থেকে ফেরার সময় ফুচকা খেতে হবে।
আকাশে খেলাধুলো
শুভময় মিশ্র (বড়ো)
নীল – সবু….জ, বড্ড লেজ মোটা হয়েছে। তোর সুতো নেই সে খেয়াল আছে? তাড়াতাড়ি নেমে আয়|
সবুজ – নামব না….। উড়ে উড়ে আকাশে চলে যাব।
নীল – ও গুড্ডি, রন্তুকে বল সবুজকে বুঝিয়ে বলতে।
গুড্ডি – রন্তু…, সবুজকে সামলা। নইলে গোলাপীর মত শির-পা হয়ে গাছে ঝুলতে হবে। তারপর এত উঁচু থেকে পড়ে হাত পা ভাঙবে, মাথা ফাটাবে।
রন্তু – সবুজ, অনেক উড়েছিস। নেমে আয়, নইলে বকুনি খাবি।
গোলাপী গাছে ঝুলতে ঝুলতে ভয়ে কাঁপছিল। কোনোরকমে বলল, “তোমরাও আর খোলা ছাদে ঘুড়ি উড়িও না। নিচের মাঠে গিয়ে ওড়াও। আর একটু খেয়াল রেখো হাওয়ার ধাক্কায় গাছ থেকে যদি নিচের দিকে পড়ি, তোমরা আমাকে ধরে নিও।”