লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
একজন খুদে ছবি আঁকবে । সে ছবি নিয়ে গল্প গড়বে একজন বড় আর একজন খুদে।
খুদে শিল্পীঃ অরণ্য
তার ছবি থেকে গল্প বানাল এক খুদে আর তার মা
দেবেই না!
মিঠি (খুদে)
মিঠি – পাস্তা খাবো, মা পাস্তা দাও।
মা – পাস্তা নেই মিঠি, এখন দুধ খেয়ে নাও।
মিঠি – না দোকানে চলো, পাস্তা কিনে আনি।
মা – এখন দুধ খেয়ে নিলে কিন্তু খেলতে যেতে পারবে বাইরে।
মিঠি – বাইরে রোদ্দুর. স্কুলে তো স্কিপিং করায় এইসময়।
মা – তাহলে দুধ খেয়ে নাও, স্কিপিং করবে।
মিঠি – আর পাস্তা?
মা – স্কিপিং করলে, দুধ হজম হয়ে খিদে পাবে, তখন পাস্তা খাবে।
মিঠি – কি মজা।
দেবই না!
পিয়ালী চক্রবর্তী(বড়ো)
সকালে জেগে ওঠার পরেও উঠতে ইচ্ছে করছে না মিঠির। ‘মা আমি স্বপ্ন দেখলাম, আমি কমলালেবু বাগানে গেছি, সেখানে গিয়ে কত লেবু খাচ্ছি, ওই লেবু থেকে আবার জুস বানিয়ে দিচ্ছে আমাদের স্কুলের দিদিমনি,
ঘন অরেঞ্জ জুস’।
– হুম, শীতকালে তো কমলালেবু পাওয়া যায় অনেক।
– মা, আমি খাব, লেবু আর জুস।
-তুমি বললে না বাগানে গেছিলে স্বপ্নে, তাহলে আগে দুধ খেয়ে বাইরে ঘুরে এস।
মিঠি বাইরে এসে দেখে, ওমা কমলালেবুর মত গোল সূর্য উঠেছে, আর বাড়ির সামনের লাল মাটির রাস্তাটা রোদ পড়ে কমলা হয়ে গেছে যেন অরেঞ্জ জুস। কি মজা। যাই স্কিপিং করি, বলে মিঠি লাফিয়ে লাফিয়ে স্কিপিং করতে লাগল।