লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
একজন খুদে ছবি আঁকবে । সে ছবি নিয়ে গল্প গড়বে একজন বড় আর একজন খুদে।
খুদে শিল্পীঃ অভিরাজ দেবনাথ
তার ছবি থেকে গল্প বানাল এক খুদে আর তার মা

‘দ্য ক্যাসল’
ঐশিক মণ্ডল(খুদে)
অনেক অনেক দিন আগে দুটো ক্যাসল ছিল। হলুদ ক্যাসলটায় থাকত ক’টা ছোটো বাচ্চা। তারা একদিন দোকানে গিয়ে দু’টো রোবট-ছানা কিনল। রোবটছানারা থাকে বেগুনি ক্যাসল-এ। তারা সকলে মিলে ঘুড়ি ওড়াচ্ছিল। এমন সময় একটা ঘুড়ি হাত থেকে উড়ে চলে গেল। আকাশে পাখিরাও উড়ছিল। শীতকালে পাখিদের খুব ক্ষিদে পেয়েছিল তাই খাবার খুঁজতে গরমের দেশে যাচ্ছিল। ওদিকে একটা নীল গাড়ি দুম করে গিয়ে গাছে ধাক্কা মেরে ফেলেছে। তাই এখন সবাই মিলে যাচ্ছে ডাক্তারখানায়। গল্প শেষ!
‘মেলার মজা’
সুস্মিতা কুন্ডু (বড়ো)
আজ ঐশুদের হলুদ ফ্ল্যাটের সামনের মাঠে মেলা হচ্ছে। ওরা সব বন্ধুরা মিলে এসেছে মেলা দেখতে। মেলায় কত জিনিসের দোকান। ঐশুরা ঘুড়ি কিনে ওড়াতে শুরু করল। সামনের বেগুনি ফ্ল্যাটে থাকে আরও ক’জন বাচ্চা। তারা সকলেও ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতার জন্য রোবট সেজে এসেছে মাঠে। সকলে মিলে ঘুড়ি ওড়ানো শুরু করল। আকাশে পাখি উড়ছে, ঘুড়িও উড়ছে। হঠাৎ একটা ঘুড়ি প্যাঁচে কেটে উড়ে চলে গেল। সবার মন খারাপ কিন্তু এমন সময় টিংটিং করে একটা নীল আইসক্রিমের ট্রাক আসতেই সবাই ছুটল আইসক্রিম খেতে। আর মনখারাপও কোথা দিয়ে পালিয়ে গেল।