লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
একজন খুদে ছবি আঁকবে । সে ছবি নিয়ে গল্প গড়বে একজন বড় আর একজন খুদে। খুদে শিল্পীঃ রুহানিয়াৎ। তার ছবি থেকে গল্প বানাল এক খুদে আর তার মা
মোহরের মাছবন্ধু
মহম্মদ আরসালান(খুদে)
.
মোহর অনেকবার মাম্মামকে বলেছে, “একটা মাছ সুদ্ধ একোয়ারিয়াম কিনে দিও।”
মা না করে দেন। মোহরের খুব দুঃখ হয়, বাড়িতে ওর কোন পেট-ফ্রেন্ড নেই। একদিন পাপার সাথে বাজারে গেছে। দেখে, মাছকাকুর টিনের চৌবাচ্চায় চারটে সুন্দর সুন্দর মাছ লেজ নেড়ে খেলা করছে। মোহরের খুব ভালো লাগল। পাপাকে বলল,” ওদের বাড়ি নিয়ে চলো, আমি পুষব।”
কাকু একটা পলিথিনে জল দিয়ে মাছগুলো মোহরকে দিল। বাড়ি এসে বলল,” মাম্মাম, এরা হল ইড়িন, মিড়িন তিড়িন,ফুড়িন। আমার বন্ধু। ওদের খিদে পেয়েছে। খেতে দাও।”
মাম্মাম পেট-শপে থেকে একটা সুন্দর একোয়ারিয়াম কিনে আনল, সঙ্গে ফিশ ফুড।
মোহর এখন তার মাছ-বন্ধুদের সাথে সব গল্প শেয়ার করে।
আত্মজন
সেমিমা হাকিম (বড়ো)
মোহরের একোয়ারিয়ামের চারটে হলুদ মাছ- গোল্ডফিশ। ওরা মোহর, মাম্মামকে খুব ভালো করে চেনে। দেখলেই একোয়ারিয়ামের দেয়ালের কাছে আসে, নিজেদের ভাষায় কত কী বলে। মাম্মাম বুঝতে পারে না কিন্তু মোহর মন দিয়ে ওদের কথা শোনে, বোঝার চেষ্টা করে। একদিন সকালে ঘুম থেকে উঠে বলল,” মাম্মাম আমি বুঝে গেছি ওরা কী বলে!”
“কী বলে, সোনাই?”
” ওরা বলে আমাদের বাড়ি সমুদ্রে। ওখানে কত জায়গা, কত বন্ধু! আমরা সারাদিন কত খেলি। এই ছোট্ট একোয়ারিয়ামে আমাদের থাকতে খুব কষ্ট হয়।” তারপর মোহর মাম্মামের কোল ঘেঁষে বসে বলল,” মাম্মাম আমরা গোপালপুরে বেড়াতে যাব, চল ওদের ওখানে রেখে আসি।”
শুনে মাম্মাম মোহরকে অনেক অনেক আদর করল
অসাধারণ….. অদ্ভুত…….. আমি যে কী আনন্দ পেলাম……..
LikeLike