লেখাছবির খেলা–সব স্টোরিকার্ড একসঙ্গে এইখানে
একজন খুদে ছবি আঁকবে । সে ছবি নিয়ে গল্প গড়বে একজন বড় আর একজন খুদে। খুদে শিল্পীঃ বাঘা। তার ছবি থেকে গল্প বানাল এক খুদে আর তার মা
সংবাদে প্রকাশ
‘বোবো’ উর্ফ অরিন চক্রবর্তী (৩)
রেড ডগি আর রেনবো হর্স বকাবকি ( ঝগড়া ঝাঁটি) করছে
লালুসাতুর কিস্সা
ঋতুপর্ণা চক্রবর্তী(বড়ো)
যখন পিংকুর পোষা লালু শুনল, যে আজ রাতে পিংকু নতুন পাওয়া সাতরঙা ঘোড়াপুতুলটাকে নিয়েই ঘুমোবে, ওর ভয়ানক রাগ হল। ছুটে এসে কটমট করে তাকাল ঘোড়াপুতুলের দিকে। ঘোড়া পুতুল তেমনিই মিষ্টি করে তাকিয়ে রইল। তার সাত রঙের দিকে তাকিয়ে, তখন রাগের চোটে নাক গিয়ে ধোঁয়া বেরোচ্ছে লালুর। ওমনি পিংকু এসে দুজনকেই কোলে তুলে নিয়ে বলল, “আজ দুজনের সঙ্গেই ঘুমোব।” তারপর দুজনের কপালেই চুমু খেয়ে লালুকে বলল, “লাল রঙয়ের ডগি বলে তোমার নাম লালু, তাই সাতরঙা ঘোড়ার নাম দিলাম সাতু।” তারপর তিনজনেই ঘেঁষাঘেষি করে ঘুমিয়ে পড়ল।