এই পৃথিবীটা তো শুধু মানুষের একলার নয়, এছাড়াও বহু পশু পাখি গাছপালা সক্কলের। কেউ কেউ এই সত্যিটা ভুলে যান, কেউ কেউ মনে রাখেন। যারা মনে রাখেন, পশুপাখি গাছপালার প্রতি তাদের দৃষ্টিটা অন্যরকম, মানে অনেকটা ভালোবাসায় ভরা। আমাদের জীবনে যেমন বন্ধুর ভূমিকা ঠিক ততটাই পুষ্যির ভূমিকা। জীবনযাপনের অনেকখানি জায়গা জুড়েই তার অবস্থান। পরিবারের একজন হয়ে ওঠে তারা। সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান, খুনসুটি-আদর আরো কত কী যে জড়িয়ে থাকেপুষ্যির সঙ্গে, তার ইয়ত্তা নেই। এইসব পুষ্যিদের নিয়েই জয়ঢাকের বিশেষ নিবেদন
শান্তনু বন্দ্যোপাধ্যায় (কন্টেন্ট সম্পাদক)
অরিন্দম দেবনাথ (ওয়েব সম্পাদক)