৮ জানুয়ারি ১৯০৯-১৩ জুলাই ১৯৯৫
আশাপূর্ণা
শাম্ব চ্যাটার্জী
॥১॥
ছোট্ট মেয়ের হাতেখড়ি জীবন খাতার পাতায়—
অভিজ্ঞতার কলম চলে তরতরিয়ে সেথায়।
অনুশাসন বড়ই কড়া,
বন্ধ ছিল স্কুলে পড়া…
তবুও চারা উঠল বেড়ে স্নিগ্ধ মায়ের ছাতায়।
॥২॥
তাঁর লেখনীর জাদুর ছোঁয়ায় টুকরো সমাজ আঁকা—
উপর থেকে ঝলমলে বেশ, ভিতর থেকে ফাঁকা।
খুদে জগত টানত ভারি,
খেলত লেখা রংবাহারি…
‘আশাপূর্ণা সম্পূর্ণা’ সার্থক তাই ডাকা।