বৃষ্টির দিন এলো। এবারের জয়ঢাকি বোল-এ তাই মেঘকে চিঠি লিখলেন তোমাদের দেবাশিস পারুই দাদা
দল ছাড়া এই, এক ফোঁটা মেঘ,
হঠাৎ গেল থেমে।
হাসিমুখে পলক ফেলে,
বৃষ্টি এলো নেমে।
এই মেঘ তুই কাঁদিস কেন?
কেনই বা দল ছাড়া?
এক পশলায় ভিজিয়ে দিয়ে,
কাঁপিয়ে দিলি পাড়া।
এই মেঘ তুই হাসিস কেন?
সঙ্গী কোথায় তোর?
বলতেই সে কলকলিয়ে,
ভাঙল বাঁধন ডোর ।
এই মেঘ তুই ভেজাস কেন,
একলা আমায় পেয়ে?
সে এলে তুই ঝরবি তখন,
জমিয়ে নেচে গেয়ে।
ভালো থেকো এই বর্ষায়।
ভালোবাসায়,
তোমাদের জয়ঢাকি দাদাদিদিরা