আজকে খুশি লাগলো দোলা
পিয়াল ডালে ডালে
শিমুল নাচে কৃষ্ণচুড়া
পলাশ তালে তালে।
মাখছে হোলি কৃষ্ণকলি
চোখ ফেরানো দায়
পলাশ রাঙা ভূবনডাঙা
ডাকছে ইশারায়।
চল সকলে খুশিতে গাই
ছড়াই খুশির হোলি
খুশির সাথী ফুলের সাথে
ভোরের কল কাকলি।
নানা রঙের আবির মাখে
আজকে আকাশ জুড়ে
আয় চলে আয় হাসি খেলি
আনন্দ রোদ্দুরে।
বন্ধুরা। বসন্ত এসে গেছে। বসন্তের জয়ঢাকের বোল তুলল মধুমিতা রাণার ছড়া। আনন্দে কাটুক বসন্তের দিন। হোলিতে রঙ মেখো আনন্দে। ভালো থেকো সকলে মিলে। কাউকে দুঃখ দিও না। দুঃখ পেওও না।
ভালোবাসায়,
তোমাদের জয়ঢাকি দাদাদিদিরা