নতুন বছরের ক্যালেন্ডার ১৪২৮

শুভ নববর্ষ,

এই যে, এ বছরের ক্যালেণ্ডার। ছবির এই বারোজন আর তাদের বন্ধু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের দল “অPRASONGIK” এর তুলিকলমে তৈরি নতুন বছরের উপহার,  এবারের ক্যালেণ্ডার। এর একটা প্রিন্টেবল ভার্শনের লিঙ্ক রইল এখানে।  ইচ্ছে হলে কপিটি ডাউনলোড করে নিন। সারা বছর আপনার ডেস্কটপে/মোবাইলে/ কিংবা ছেপে নিলে আপনার পড়ার টেবিলে শোভা পাক বারো খুদে শিল্পীর তুলিতে গড়া ১৪২৮ এর ক্যালেন্ডার। আশা করি ভালো লাগবে সবার। আপনাদের জন্যে ছবি আঁকল যে ক্ষুদেগুলো, তাদের আশীর্বাদ করবেন, যেন বছরটা আনন্দে কাটায় তারা সবাই। ভালো থাকুন নতুন বছরে।   -সম্পাদক, জয়ঢাক

This slideshow requires JavaScript.