ভাবতে পারো এই তো অল্প দূরে
পথ যেখানে বাঁকছে ভবানীপুরে,
স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে বুকে
তোমার জন্য লোকটা দাঁড়াল রুখে।
ভাবতে পারো শ্যামবাজারে ভিটে,
সিমলাপাড়ার গন্ধ বড়ো মিঠে।
কোন সুদূরে লোকটা দিল পাড়ি,
তোমার জন্য যত লড়াই তাঁরই।
ভাবতে পারো জোড়াসাঁকোর গায়ে,
হাঁটত লোকটা ভাবনা ‘বন ছায়ে’।
এক নিমিষে ফিরিয়ে দিল মান,
তোমার জন্য জীবন খুঁজে যান।
ভাবতে শেখো তোমার শহর জুড়ে,
তাঁদের স্পর্শ সবার হৃদয়পুরে।
নুইয়ে মাথা ছুঁইয়ে ধুলো প্রাণে,
তোমার নিশান নতুন খবর আনে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে
অসাধারণ
LikeLike