একটা ছেলে রোজ সকালে
পাল তুলে দেয় নায়ে,
হেঁতাল বনে গরাণ ঝোপে
গাছের শীতল ছায়ে।
বাইন ফুলে সুবাস ছাড়ে
জোনাক যখন ওড়ে,
চাঁপা-কলি পরির মাতন
বনের সকল জুড়ে।
ধুলো-মাটি অশন-ভূষণ
পোশাক কে আর চায়,
মাটির বাঁশি সারা দুপুর
সাঁঝের বেলা মাচায়।
আকাশ জুড়ে খুশি যে তার
বাদল যখন নামে,
নায়ে তখন নোঙর ফেলে
ডাইনে না হোক বামে।
ছবির মতো ঘরবাড়িতে
বসল যখন টিয়ে,
এল সে এক অচিনপুরে
ওই নায়ে ভরা দিয়ে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে