প্রমনার আগের ছড়া- উড়াল
“এই যে হারু, শুনলাম নাকি তুই পঞ্চাশ পার?”
ভাবেন হারু নিজের মনেই, মুখটি করে ভার।
প্রাচীন কালে পঞ্চাশ সাল বয়স নাকি হলে,
ব্যাগপত্তর গুছিয়ে লোকে পালাত জঙ্গলে।
“কী অনাচার, এ কী বিচার!” হারু বলেন রেগে,
“বয়স আমার শুধুই কেন বাড়ছে তিরের বেগে!
একের পরে দুই-ই কেন, দুইয়ের পরে তিন?
ম্যাথামেটিকাল ইন্ডাকশন, সে অতিশয় হীন।”
ক’দিন বাদে দেখা হল হারুবাবুর সাথে,
বোঝা গেল খুশিই তিনি, আবার মোলাকাতে।
“ম্যাথামেটিকাল ইন্ডাকশন অতি খাসা জিনিস,
আমার যত চিন্তাভাবনা দিয়েছে করে ফিনিশ!
যাই তিপ্পান্ন তাই বাহান্ন, এমন কথাই জানি,
এবার লাগাও ইন্ডাকশন, দেখবে মজাখানি!”
যুক্তিতে তাঁর সত্যি আমার, লেগে গেল তাক,
ইন্ডাকশনে বয়সটা ফের হয়ে গিয়েছে এক!
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে
দারুণ
LikeLike