ধবধবে চাঁদখানা
আহ্লাদে আটখানা
জোছনায় ঝিলমিল
হাসে যেন খিলখিল
আবছায়া ঢেকে গায়
মখমলি কুয়াশায়
চাহিয়া সে মেঘপানে
কথা কয় কানে কানে
আনমনা চাহনিতে
যেন কোন মায়াবীতে
তারাদের করে সাথী
জেগে রয় সারারাতি
ধবধবে চাঁদখানা
আহ্লাদে আটখানা
জোছনায় ঝিলমিল
হাসে যেন খিলখিল
আবছায়া ঢেকে গায়
মখমলি কুয়াশায়
চাহিয়া সে মেঘপানে
কথা কয় কানে কানে
আনমনা চাহনিতে
যেন কোন মায়াবীতে
তারাদের করে সাথী
জেগে রয় সারারাতি