প্রকল্প ভট্টাচার্যের আরো ছড়াঃ আবীরপুরুষ, প্রাণ ভরিয়ে্ , আজ জ্যোৎস্না রাতে, দুগ্গা দুগ্গা, রি-মেক ছড়া, মা দুর্গা, জোড়া ছড়া, বিদঘুটে–, চুরমুর, বিজ্ঞানী, কুলপিওয়ালা, পুজোর ছুটি, তাজমহল, দিনবদল, সান্টাগান, জাম্বোনগর
এম্পদ সম্পদ গণপত রাও,
আহ্লাদে পুষেছিল দু-দুটো ম্যাকাও।
খুব ছিল শখ মনে,
রোজ হরিনাম শোনে।
যত সে কৃষ্ণ বলে, পাখি বলে ম্যাও!
ছাতু, ছোলা, দানাপানি সব খায় পাখি
চোখ বুজে ধ্যান করে, এমন চালাকি।
গণপত বার বার
পাখিদের পড়াবার,
চেষ্টায় লেগে থাকে, দেয় নাকো ফাঁকি।
বাড়িতে করায় পুজো, বাজে শাঁখ, উলু
সারাবাড়ি পড়ে যায় হুলু আর স্থুলু!
হরিনাম শুনে তারা,
হাম্বা-য় দেয় সাড়া!
পাখিরা দেখেও করে চোখ ঢুলুঢুলু।
এম্পদ সম্পদ শেষমেশ চটে,
বললেন, “পাখিপড়া ভালো নয় মোটে!”
পাখিদুটো হেসে ফিক,
বলে ওঠে, “ঠিক! ঠিক!
লিপস্টিক দাও দেখি, লাগাই এ ঠোঁটে।”
জয়ঢাকের ছড়া লাইব্রেরি