দেবীস্মিতা দেব-এর আগের ছড়া- খামখেয়ালি, ছারপোকা
আইসক্রিম খেতে চাও যদি তবে
ফেলে রেখে সব কাজ,
স্কুল থেকে ফিরে বিকেলবেলাতে
চলে এসো তুমি আজ।
ভাবছ কী খাবে, ‘ব্লু মুন’ নাকি
‘ভ্যানিলা’, ‘বাটার স্কচ’?
অতশত ভেবে চিন্তাটাকে
কোরো না তো হচপচ।
খেতে পারো তুমি ‘কুলফি’ নয়তো
‘পিনাট বাটার’-টাও,
‘ডার্ক চকলেট’-ও খেতে পারো তুমি
চাও যদি খেতে তাও।
আজ বিকেলেই যাচ্ছি আমরা
আইসক্রিম পার্লার,
খেতে যদি চাও চলে এসো তবে
ডাকব না বার বার।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি
Daroon laglo
LikeLike